Header Ads

Header ADS

করোনা পরিস্থিতিতে মানুষের পাশে কামরুজ্জামান জসিম


হিমেল রাব্বী সোহান (নিজস্ব প্রতিবেদক)।। 

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য
ভুপেন হাজারিকা হয়ত মানুষের মানবিকতার উপর গানটি গেয়ে ভুল করেননি। একজনের বিপদে অন্য জন পাশে দাড়াবে এটাইত মানুষত্ব এটাই বিবেকবোধ।করোনা পরিস্থিতিতে সারা বিশ্বকে করে তুলেছে স্থির স্তব্ধ, সারা বিশ্ব এখন লকডাউনে। দিন আনে দিন খাওয়া মানুষের জন্য করোনা পরিস্থিতিতে ফেলেছে বিপদে, দিন আনা দিন খাওয়া মানুষরা যেমন পড়েছে বিপদে তেমন সমস্যায় পড়েছে মধ্যবিত্তরা,তারা কারোর কাছে হাত পাত্তেও দ্বিধার মধ্যে পড়তে হচ্ছে। করোনা পরিস্থিতির মধ্যে যখন অনেকেই ঘরে বসে নিজের পরিবারকে নিয়ে আরাম আয়েসে দিন কাটাচ্ছেন তখন মানবিক কামরুজ্জামান জসিম ভাই মানুষের দুয়ারে দুয়ারে খাবার নিয়ে ছুটছেন, যখন কোন মধ্যবিত্তরা লজ্জায় মানুষের সামনে কোন সহযোগিতা চাইতে পরছেন না তখন মোবাইলে এস এস এস এর মাধ্যমে তাদের কাছে পরিচয় গোপন করে পাঠিয়ে দিচ্ছেন সহযোগিতার হাত, আবার এই করোনা পরিস্থিতিতে শত শত  রোগীদের শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশন গড়ে রক্তের ব্যবস্থা করে দিচ্ছেন সহজেই, গড়ে তুলেছেন মানবতার দেয়ার নামের বস্ত্রহীন দের ব্যবস্থা জামাকাপড়ের ব্যবস্থা,মোংলা হাসপাতালে ডাক্তারদের সেফটির জন্য তৈরি করেছেন সেফটি ট্রিটমেন্ট চেম্বার সিস্টেম, সাংবাদিক দের  জন্য দিয়েছেন পিপিই মাস্ক সহ করোনা প্রতিরোধের ওষুধ তাছাড়া করোনা রুগিদের জন্য বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছেন,সাধারন মানুষ মাস্ক করোনা প্রতিরেধে লিফলেটে সহ বিভিন্ন জিনিস দিয়ে সবার পাশে থাকার চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন অনাবরত ।তিনি বাংলাদেশ আওয়ামিলীগ মোংলা পৌর শাখার  সাধারন সম্পাদক, আওয়ামীলীগ শব্দের  অর্থ যেমন জনতা দল বা গনমানুষদের দল তেমনিই তার সকল কার্যক্রম সকল ধর্ম বর্ন দল সবার জন্য উন্মুক্ত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.