শুভ জন্মদিন জনগনের এম.পি শেখ তন্ময়
বাগেরহাট প্রতিনিধিঃ আজ ২৯ শে জুন। এই দিন টুঙ্গিপাড়ার শেখ পরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল এর ঘর আলো করে জন্ম হয় এক ফুটফুটে শিশুর। পারিবারিক ভাবে নাম রাখা হয় শেখ সারহান নাসের তন্ময়। ডাক নাম তন্ময়। শেখ পরিবার বরাবরই রাজনীতিতে প্রভাবশালী ছিলো অনেক আগে থেকে। যার ফলশ্রুতিতে ১৫ আগষ্টে নির্মমহত্যা কান্ডের পর আওয়ামীলীগের হাল ধরেন জননেত্রী শেখ হাসিনা।পরবর্তীতে বাগেরহাট -১ আসনের হাল ধরেন জননেতা শেখ হেলাল। একে একে শেখ পরিবারের অনেকেই রাজনীতির হাল ধরেন। তারই ফল শ্রুতিতে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচনী মনোনয়ন পান শেখ তন্ময়। ভোট যুদ্ধে জিতে গিয়ে এমপি নির্বাচিত হয়।
উন্নয়ন মুলক কর্মকান্ড, বুদ্ধিমাত্তা,ন্যায়পরায়নতা দিয়ে বাগেরহাট বাসীর মন জয় করে নেন তিনি। হয়ে যান জনতার বন্ধু,খুব কাছ থেকে জনতার সমস্যা সমাধানের চেষ্টা করেন। ফলে জনতার এমপি হিসেবে তাকে আখ্যা দেয়া হয়। হয়ে যান যুব সমাজের আইকন। আজ ২৯ শে জুন। বাগেরহাটের সেই অভিভাবক জনপ্রিয় জননেতা শেখ তন্ময় এমপি মহোদয়ের শুভ জন্মদিন। এ উপলক্ষ্যে বাগেরহাট জেলা ছাত্রলীগের উদ্দ্যোগে বাগেরহাট (সদর) রেলরোড চত্বরে যোহর বাদ ইয়াতিমদের নিয়ে ভোজের আয়োজন করা হয়েছে। এরপর বাদ আসর দোয়া ও মাহফিল এবং বিকাল ৫ টা৩০ মি. বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হবে। এই শুভদিনে বাগেরহাটের সুযোগ্য অভিভাবকের সুস্বাথ্য কামনা করছি।
কোন মন্তব্য নেই