Header Ads

Header ADS

ডা.রাকিবের হত্যাকারীদের বিচার দাবিতে বাগেরহাটে মানবন্ধন



বাগেরহাট প্রতিনিধিঃ

খুলনার জনপ্রিয়  প্রতিযশা ডাক্তার ও বাংলাদেশ  স্বাস্থ্য  অধিদপ্তরের পরিচালক এবং বাগেরহাট ম্যাটস সংযুক্ত অধ্যক্ষ ড.আব্দুর রাকিব খানের ওপর গতকাল( ১৬ জুন) বুধবার রোগির স্বজনেরা হামলা চালায়। যার ফলে ব্রেইন হেমারেজের  কারনে তার মৃত্যু ঘটে।


এরই ফলশ্রুতিতে খুলনা-বাগেরহাট সহ বিভিন্ন স্খানের হাসপাতালের চিকিৎসকগন কর্মবিরতি ও মানবন্ধনের আয়োজন  করেছে। আজ (১৭ জুন) বৃহস্পতিবার সকাল ১১ টায় বাগেরহাট সদর হাসপাতাল চত্বরে ডাক্তার-নার্স-স্টাফ-ডায়াগনস্টিক সেন্টারের মালিক-ক্লিনিক মালিক -রক্তযোদ্ধা-ম্যাটস এর ছাত্রছাত্রী দের উপস্থিতিতে সামাজিক দুরত্ব রেখে মানবন্ধনের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা.একেএম হুমাযুন কবির,ডেপুটি সিভিল সার্জন ড.পুলক দেবনাথ, মেডিকেল অফিসার ডা.বেলফার হোসেন,জরুরি বিভাগের ডা.ফারহান আতেফ,ডা.মোশারেফ হোসেন মুক্ত সহ প্রমুভ ডাক্তার, নার্স সহ সদর হাসাপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


এসময় বক্তব্য রাখতে গিয়ে বিএমএ, বাগেরহাট এর সাধারন সম্পাদক, বিপিএমপি এর অাহবায়ক,বিপিএইচ সিডি ও এ এর সভাপতি ডা.মোশারফ হোসেন মুক্ত বলেন, করোনা কালীন সময়ে ডাক্তারগন প্রথম শারীর যোদ্ধা। তাদের ওপর হামলা করা -হত্যা করা অামরা সহ্য করবো না। দোষীরা নিঃন্দেহে চিহ্নিত, তাদের দ্রুত ৫জন সদস্য গ্রেফতার হয়েছে তাই প্রশাসনকে ধন্যবাদ জানাই। সেই সাথে তাদের কঠিন শাস্তি কামনা করি।

মানবন্ধনে উপস্থিত সমস্ত ব্যক্তিবর্গের একটাই দাবি ডা.রাকিবের উপর হামলা ও হত্যাকারীদের দ্রুত বিচার করতে হবে,কোনভাবে যেন দোষীরা ছাড়া না পায়।সরকারের কাছে তাদের দাবি ডাক্তারদের জন্য নিরাপদ কর্মস্থল সৃষ্টি করতে হবে।

এদিকে শুধু ডাক্তার -নার্স নয় সাধারন জনগনের ভেতরও ডাক্তার আব্দুর রাকিব খান কে হত্যা নিয়ে ক্ষোভ বিরাজ করছে।

তারা বলেন,একজন ডাক্তারকে এরকমভাবে হত্যা করা কোন সুস্থ সমাজের মানুষের কাজ নয়, তাকে যারাই হত্যা করেছে তাদের কঠিন শাস্তি হওয়া উচিৎ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.